শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারী পৌর শহর যানজটমুক্ত করতে নতুন ৩ টি পদক্ষেপ

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরে জেলার বোয়ালমারী পৌরশহরের যানজট মুক্ত ও চুরি ডাকাতি প্রতিরোধে ৩টি নতুন পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

[৩] উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রস্তাবনার আলোকে উত্থাপিত তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বাস্তবায়নের যৌথ উদ্যোগ নিয়েছে বোয়ালমারী পৌরসভা ও বাজার বণিক সমিতি । সোমবার (৫ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্য রয়েছে- যানজট নিরসনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার সদরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। সকাল ৮টার মধ্যে বাজারে প্রবেশকারী ট্রাকগুলো মালামাল ২ ঘন্টার মধ্যে খালাশ করে সকাল ১০টার মধ্যে বেরিয়ে যাতে হবে।

[৪] তবে পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের কথা মাথায় রেখে আপাতত সময়সীমা সন্ধ্যা ৬টার পরিবর্তে কমিয়ে বিকেল ৪টা করা হয়েছে, এ ছাড়া সারা বছর আটটা-ছয়টা সময়সীমা বলবৎ থাকবে।

[৫] দ্বিতীয়ত্ব যানজট নিরসন এবং পথচারীদের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের দখলে থাকা শহরের সড়কগুলোর দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া চুরি ডাকাতি ও আইন শৃঙ্খলা স্বাভাবিকসহ যে কোন অপ্রীতিকর ঘটনা চিহ্নিত করতে বোয়ালমারী পৌর শহরের গুরুত্বপূর্ণ সব স্থানে ঈদুল ফিতরের পরে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

[৬] এ সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমান, বিকাশ এগ্রোফুডের চেয়ারম্যান বিকাশ চন্দ সাহা, বজলুর রহমান, অরবিন্দ সাহা প্রমুখসহ বোয়ালমারী পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়