শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরন ও ধর্ষনের অভিযোগে মামলা

সাদ্দাম হোসেন:[২] ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও খৃষ্টানপাড়ায় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরন ও ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলা দয়ের করেন।

[৩] পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করে প্রধান অভিযুক্ত রবিকে গ্রেফতার করে।মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ভাতগাঁও গ্রামের আমজাদ হোসেনের ছেলে রবিউল ইসলাম (রবি) স্কুল যাতায়াতের সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ষ করে আসছিল।

[৪] সম্প্রতি ওই ছাত্রীর পিতাকে তার কন্যাকে অপরহনের হুমকিও দেয় সে। এ অবস্থায় গত শনিবার সে ওই ছাত্রীকে বাড়ির পাশ থেকে অটো চার্জার যোগে অপহরন করে নিয়ে যায় রবি। ছাত্রীর পিতা বিষয়টি জানতে পেরে খোজাখুজির পর মেয়েকে না পেয়ে সদর থানায় রবিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩,৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

[৫] পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করে কিশোরীকে উদ্ধার করে। মামলায় রবি ছাড়াও একই গ্রামের সপের আলীর ছেলে আমির হোসেন, অটোচালক সিঙ্গিয়া গ্রামের বুলবুলের ছেলে আনোয়ার হোসেনের নাম উল্লেখ করে ৩,৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়