রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের প্রথম দিন সাইক্লিংয়ে আধিপত্য দেখিয়েছে সেনাবাহিনী। ৬০ কিলোমিটার পুরুষ ও ৩০ কিলোমিটার নারী টিম টাইম ট্রায়ালে সোনা জিতে সেনাবাহিনী। তাদের আধিপত্যর দিনে ইনডিভজুয়াল (একক) রোড টাইম ট্রায়ালে সোনা জেতেন রকিবুল হাসান।
[৩]শুক্রবার (২ এপ্রিল) তিন ইভেন্টে স্বর্ণের নিষ্পত্তি হয়েছে।
[৪]৬০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে শিরোপা জিতেছে সেনাবাহিনী। সময় নিয়েছে এক ঘণ্টা ৩২ মিনিট ৫ সেকেন্ড। বাংলাদেশ জেল হয়েছে ২য় আর তৃতীয় স্থানে থেকে ফিনিশিং লাইন শেষ করেছে চট্টগ্রাম।
[৫]৩০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের নারী বিভাগেও সবাইকে ছাড়িয়ে সেনাবাহিনী। ৫৩ মিনিট ২৫ দশমিক দুই এক সেকেন্ডে পড়ি দিয়েছে এই দূরত্ব। দ্বিতীয় হয়েছে আনসার আর তৃতীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।
[৬]ইন্ডিভিজুয়াল রোড টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে স্বর্ণ জয় রকিবুল হাসানের। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ সাইক্লিস্ট সময় নিয়েছেন ৪৫ মিনিট ৫৯ দশমিক ৯ সেকেন্ড। ৪৬ মিনিট ২ দশমিক দুই পাঁচ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় দিনাজপুর জেলার আদনান রহমান আর ব্রোঞ্জ জিতেছেন রিবন কুমার বিশ্বাস।
[৭]পুরুষদের ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়াল
স্বর্ণপদক: বাংলাদেশ সেনাবাহিনী (১ ঘণ্টা ৩২ মিনিট ০৫ সেকেন্ড)
(মিজানুর রহমান, আলমগীর হোসেন, শরিফুল মোল্লা ও হেলাল উদ্দিন)
রৌপ্যপদক: বাংলাদেশ জেল (১ ঘণ্টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ড)
(নিয়ামুল ইসলাম, খন্দকার মাহাবুব, তাম্মাত বিন খায়ের ও আবদুল্লাহ আল পারভেজ)
ব্রোঞ্জপদক: চট্টগ্রাম জেলা (১ ঘণ্টা ৩৫ মিনিট ১০ সেকেন্ড)
(দবির আলম, পাভেল আজাদ, আলাউদ্দিন ও রাফাত মজুমদার
[৮]নারীদের ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়াল
স্বর্ণপদক: বাংলাদেশ সেনাবাহিনী (৫৩ মিনিট ২৫.২১ সেকেন্ড)
(শিল্পি খাতুন, কবিতা রায়, সুবর্ণা বর্মা ও সমাপ্তী বিশ্বাস)
রৌপ্যপদক: বাংলাদেশ আনসার (৫৪ মিনিট ৪১.১২ সেকেন্ড)
(শরিফা আক্তার তানিয়া, রুমি খাতুন, নাবিলা ইসলাম মালা ও তিথী বিশ্বাস)
ব্রোঞ্জপদক: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (১ ঘন্টা ০২.৮৩ সেকেন্ড)
(স্নিগ্ধা আক্তার, আজিজা সুলতানা, নাসিমা আক্তার ও আঞ্জুমান)
[৯]পুরুষদের ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল
স্বর্ণপদক: রাকিবুল ইসলাম-৪৫ মিনিট ৫৯.০৯ সেকেন্ড (চট্টগ্রাম বিভাগ)
রৌপ্যপদক: আদনান রহমান-৪৬ মিনিট ০২.২৫ সেকেন্ড (দিনাজপুর)
ব্রোঞ্জপদক: রিপন কুমার বিশ্বাস – ৪৬ মিনিট ৫৯.৭৪ সেকেন্ড (বিজিবি)