শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমি আহমেদ: কোভিড কিভাবে সংক্রমিত হয় এব্যাপারে আমরা গত এক বছরে কি শিখেছি?

রুমি আহমেদ: সংক্রমণের জন্য সবচেয়ে রিস্কি এনভায়রনমেন্ট হচ্ছে ইনডোর কনজেস্টেড / ক্রাউডেড এনভায়রনমেন্ট, অফিস, ব্যাংক, দোকান, শপিং মল, কমিউনিটি ওয়েডিং গ্যাদারিং/ ওয়েডিং হল, রেস্টুরেন্ট, বিমানবন্দর ইত্যাদির ওয়েটিং এরিয়া,এসি বাস, ইনডোর মার্কেট, ইনডোর কাঁচা মার্কেট, স্বপ্ন- মীনাবাজার টাইপের সুপারমার্কেট ইত্যাদি!

আউটডোর পিকনিক ( যদি পিকনিক স্পটে রিক্সায় যাওয়া যায় / যেখানে যেতে এসি বাস লাগে না), অথবা বাইরে পার্কে রাস্তায় হাঁটা, খেলাধুলা করা রিলেটিভলি সেইফ!

যেসব ভবনগুলোতে এসি নাই এবং খোলা দরজা জানলা আছে এবং ক্রস ভেন্টিলেশন আছে - সেগুলোও রিলেটিভলি সেইফ এসি ভবনের চেয়ে!
ভাইরাস বহন করার জন্য স্প্লীট এসি সিস্টেম গুলো বেশ সহায়ক| কোনো এক বিয়ের অনুষ্ঠানে একজন এসিম্পটোমেটিক বা প্রিসিমটোমেটিক ব্যক্তি কথা বলছেন, হাসছেন, চিৎকার করে কাউকে ডাকছেন - ভাইরাস ছড়িয়ে পড়ছে ও এসির বাতাসে ভেসে হলরুমের বাকিসবাইকে ইফেক্টেড করে দিচ্ছে! এক ঘটনা ঘটছে এসি বাস ট্রেইন ইত্যাদিতে! আপনার ব্যক্তিগত ড্রাইভার কোভিড ভাইরাস ক্যারি করছে কিনা আপনি জানেন না! এই জন্য নিজের গাড়ির ভিতরে অথবা যেকোন ইনডোর এনভায়রোনমেন্টে মাস্ক পরে থাকাই বুদ্ধিমানের কাজ!
সীবীচে গিয়ে ক্রাউড করেন - ঠিক আছে - বিচ সেইফ! কিন্তু বিচে যাচ্ছেন কিভাবে? এসি বসে? বিচে গিয়ে সময় কাটানোর পর ডিনার টা কোথায় করছেন? ওটা কি আউটডোর ওপেন এয়ার প্লেস?

স্কুল এনভায়রোনমেন্টে শিশুদের দিয়ে ও শিশুদের মধ্যে সংক্রমণ অনেক কম এবং একারণে স্কুল মোটামুটি সেইফ!
আপনাকে যদি এধরণের এনভায়রনমেন্ট যেতেই হয় তাহলে ডাবল মাস্ক পরে থাকাটা সবচেয়ে নিরাপদ| বার বার হাত ধোয়া ভালো অভ্যাস, এবং এই হাইজিনটা ভালো কাজ ও ফ্লু ও অন্যান্য ভাইরাস প্রতিরোধে অনেক কার্যকরী! তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী হচ্ছে ডাবল মাস্কিং! মাস্ক না ভেন্টিলেটর - মাস্ক মাস্ক!

সূত্র : ফেসবুক থেকে নেওয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়