মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তি তিতাস উপজেলার গোপালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
[৩] মঙ্গলবার (৩০মার্চ) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার শহীদনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
[৪] হাইওয়ে পুলিশ জানান,নিহত আব্দুর রহমান একটি ওষুধ কোম্পানীর রিপ্রেজেনটিভ পদে চাকরী করতেন।আজ মঙ্গলবার সকালে মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের শহীদনগর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।গাড়ী ও চালক পলাতক রয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[৫] দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো.জহুরুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী