শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে র‌্যাব-পুলিশের ৬ মামলা আসামি ৩১৫০

মনজুর আহমেদ: [২] নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতাল চলাকালে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে পৃথক ৬টি মামলা হয়েছে। সোমবার গবীর রাতে পুলিশ বাদী হয়ে ৫টি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

[৩] সবগুলো মামলা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। পুলিশের প্রত্যেকটি মামলায় ২৫ থেকে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

[৪] অন্যদিকে র‌্যাবের মামলায় শুধু ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ৫টি মামলার মধ্যে ৪টি সন্ত্রাস দমন আইনে ও একটি পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাধার অভিযোগ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] ওসি জানান, হেফাজতের হরতালের যে নাশকতা করা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। তবে কোন আসামিকে একখো গ্রেফতার হয়নি।তবে র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

[৬] নাশকতাকারীরা মোট ১৮টি গাড়িতে আগুন দিয়েছে। এরমধ্যে কাভার্ডভ্যান ৬টি, বড় ট্রাক ৯টি, একটি বিআরটিসির বাস, ২টি মাইক্রোবাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হজার গুলি এব ১৫৫ রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়