শিরোনাম
◈ ইসলামাবা‌দের স‌ঙ্গে ঢাকার সম্পর্ক মধুর হওয়ায় বাংলাদেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে ভারত  ◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে র‌্যাব-পুলিশের ৬ মামলা আসামি ৩১৫০

মনজুর আহমেদ: [২] নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতাল চলাকালে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে পৃথক ৬টি মামলা হয়েছে। সোমবার গবীর রাতে পুলিশ বাদী হয়ে ৫টি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

[৩] সবগুলো মামলা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। পুলিশের প্রত্যেকটি মামলায় ২৫ থেকে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

[৪] অন্যদিকে র‌্যাবের মামলায় শুধু ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ৫টি মামলার মধ্যে ৪টি সন্ত্রাস দমন আইনে ও একটি পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাধার অভিযোগ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] ওসি জানান, হেফাজতের হরতালের যে নাশকতা করা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। তবে কোন আসামিকে একখো গ্রেফতার হয়নি।তবে র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

[৬] নাশকতাকারীরা মোট ১৮টি গাড়িতে আগুন দিয়েছে। এরমধ্যে কাভার্ডভ্যান ৬টি, বড় ট্রাক ৯টি, একটি বিআরটিসির বাস, ২টি মাইক্রোবাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হজার গুলি এব ১৫৫ রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়