মনজুর আহমেদ: [২] নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতাল চলাকালে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে পৃথক ৬টি মামলা হয়েছে। সোমবার গবীর রাতে পুলিশ বাদী হয়ে ৫টি এবং র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
[৩] সবগুলো মামলা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। পুলিশের প্রত্যেকটি মামলায় ২৫ থেকে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
[৪] অন্যদিকে র্যাবের মামলায় শুধু ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ৫টি মামলার মধ্যে ৪টি সন্ত্রাস দমন আইনে ও একটি পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাধার অভিযোগ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
[৫] ওসি জানান, হেফাজতের হরতালের যে নাশকতা করা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। তবে কোন আসামিকে একখো গ্রেফতার হয়নি।তবে র্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
[৬] নাশকতাকারীরা মোট ১৮টি গাড়িতে আগুন দিয়েছে। এরমধ্যে কাভার্ডভ্যান ৬টি, বড় ট্রাক ৯টি, একটি বিআরটিসির বাস, ২টি মাইক্রোবাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের রাবার বুলেট ও চাইনিজ রাইফেলের ৪ হজার গুলি এব ১৫৫ রাউন্ড টিয়ারসেল ছোড়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ