সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী এলাকয় অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১০।
সোমবার ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার র্যাব-১০ এর একটি দল সায়েদাবাদ জনপথ এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯১৯পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা হলেন- মাসুদ রানা ওরফে বাটাল মাসুদ (২৮) ও হারুন মিয়া (২৯)। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৫৫০টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করসছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।