শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে ব্যবসায়ীদের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

আবু জাহের: [২] বগুড়ার শেরপুরের শালফা এলাকায় আগুন লেগে ৪ ব্যাবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ১৩ লাখ ক্ষতি হয়েছে। ২৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৩] সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শালফা গ্রামের হারেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন ব্যাবসা করার জন্য টিন সেডের একটি মার্কেট নির্মান করেন।

[৪] সেখানে বাবলু মিয়া ঔষধের, জাহাঙ্গীর ইসলাম তুলার, সুবল শীল সেলুন, ও রবিউল ইসলাম নিজের জায়গায় কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। হঠাৎ করেই ২৭ মার্চ শনিবার সকালে তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই সারা মার্কেটে ছড়িয়ে পরে এবং ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

[৫] এবং আরেক দোকানের আংশিক পুড়ে যায়। এতে ঔষধ ব্যবসায়ী বাবলু মিয়ার প্রায় ৫ লাখ, তুলা ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলামের আড়াই লাখ, মার্কেট মালিক হানিফ উদ্দিনের দেড় লাখ, সেলুন ব্যবসায়ী সুবল শীলের ১ লাখ, কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের ১ লাখ ও অন্যান্য প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

[৬] ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানা পুলিশের এসআই মো. শফিক ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

[৭] এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোরতন হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে তবে তদন্ত না করে সঠিক খবর বলা যাচ্ছেনা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়