শিরোনাম
◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পেঁয়াজের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে ব্যবসায়ীদের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

আবু জাহের: [২] বগুড়ার শেরপুরের শালফা এলাকায় আগুন লেগে ৪ ব্যাবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ১৩ লাখ ক্ষতি হয়েছে। ২৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৩] সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শালফা গ্রামের হারেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন ব্যাবসা করার জন্য টিন সেডের একটি মার্কেট নির্মান করেন।

[৪] সেখানে বাবলু মিয়া ঔষধের, জাহাঙ্গীর ইসলাম তুলার, সুবল শীল সেলুন, ও রবিউল ইসলাম নিজের জায়গায় কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। হঠাৎ করেই ২৭ মার্চ শনিবার সকালে তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই সারা মার্কেটে ছড়িয়ে পরে এবং ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

[৫] এবং আরেক দোকানের আংশিক পুড়ে যায়। এতে ঔষধ ব্যবসায়ী বাবলু মিয়ার প্রায় ৫ লাখ, তুলা ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলামের আড়াই লাখ, মার্কেট মালিক হানিফ উদ্দিনের দেড় লাখ, সেলুন ব্যবসায়ী সুবল শীলের ১ লাখ, কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের ১ লাখ ও অন্যান্য প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

[৬] ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানা পুলিশের এসআই মো. শফিক ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

[৭] এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোরতন হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে তবে তদন্ত না করে সঠিক খবর বলা যাচ্ছেনা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়