রাজু চৌধুরী:[২] বুধবার দুপুর থেকে ডবলমুরিং থানার বিভিন্ন মসজিদ- মন্দিরে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়।
[৩] জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই কর্মসূচি পালন করা হয়।ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মসজিদ - মন্দিরে প্রচুর জনসমাগম হয়। কিন্তু সেখানে আগত মানুষেরা মাস্কের ব্যাপারে খুব বেশি সচেতন নন।
[৪] তাই আজ আমরা মসজিদ এবং মন্দিরে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি।'তিনি জানান, ডবলমুরিং থানার অধীনে মোট ৪০টি মসজিদ এবং ৪ টি মন্দির রয়েছে।
[৫] শতভাগ মসজিদ ও মন্দিরকে মাস্ক বিতরণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি মাস্ক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার জন্যও মসজিদ ও মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
[৬] ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, বুধবার মোট ২০ টি মসজিদে এবং ৪টি মন্দিরে মাস্ক বিলি করা হয়। সব মিলিয়ে গত ৪ দিনে মোট ১ লাখ ২০ হাজার মাস্ক বিলি করা হয়েছে। এক মাসব্যাপী এই বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলবে।সম্পাদনা:অনন্যা আফরিন