শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১, ০২:২৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপক চৌধুরী: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো জোর করে বাংলাদেশে ঢুকছেন না?

দীপক চৌধুরী: দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃপ্ত শপথে বুধবার বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার প্রতিকৃতি ও মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, প্রামাণ্যচিত্র প্রদর্শণসহ সরকারী-বেসরকারী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাংলাদেশের মানুষ ও কৃতজ্ঞ জাতি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দেশের চলমান উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথও নিয়েছেন। কিন্তু এসবসত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা একটি অসাধারণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটি কী? “বাংলাদেশবিরোধী অপশক্তি এখনো সক্রিয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণের সময় ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, “তারা এখনো দেশের অর্জনকে ব্যর্থ করতে চাচ্ছে। তবে, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।”

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশবিরোধী অপশক্তি এখনো দেশ-বিদেশে সক্রিয়। তারা নানা অপতৎপরতার মাধ্যমে এ অর্জনকে নস্যাৎ করতে চায়।”
অথচ এই দিনেই (বুধবারে) শুনলাম সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেছে বেছে হিন্দুদের বাড়িঘরে হামলা। দোষ সবাই না করলেও সকল হিন্দুদের বাড়িঘরে লুটপাট ও হামলা হয়েছে। ওই গ্রামের প্রত্যেকটি হিন্দু সদস্য কী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল জানতে ইচ্ছে করে! শুনলাম যে, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লার উল্লেখিত গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বুধবার সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ওই গ্রামে গিয়ে নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরমধ্যেই নারী-পুরুষরা গ্রাম ছেড়ে হাওড়ে পালিয়ে ও লুকিয়ে জীবন-প্রাণরক্ষা করেছেন। এর আগে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নোয়াগাঁও গ্রামের গোপেশ দাসের ছেলে ঝুমন দাসকে (২৫) গ্রেপ্তার করে। এই যুবককে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই স্থানীয় শ্বাসখাই বাজার থেকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এর কারণ, এটুকু জ্ঞানী-গুণী মানুষের মতো তারাও বুঝতে সক্ষম হয়েছেন যে, আইন তার নিজস্ব গতিতে চলবে। যদি অপরাধীর অপরাধ প্রমাণ হয় তবে অপরাধীর কঠিন ও দৃষ্টান্তমূলক সাজা হোক। একটু পিছনে ফিরে যাই অর্থাৎ এর আগের দিন গত সোমবার দিরাই উপজেলা সদরে হেফাজতে ইসলামের একটি সমাবেশ ছিল। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতা বাবুনগরী, মামুনুল হকসহ অন্য নেতারা বক্তব্য দেন। সেই বক্তব্যের নিউজও দেখেছি। সেখানে বক্তব্যের এক জায়গায় হেফাজত নেতা বাবুনগরী চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য রেখেছেন যে, “বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢুকতে দেওয়া হবে না।” কী রকম হাস্যকর আজব হুঁশিয়ারি। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অতিথি হিসেবে আসবার জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি। একদিকে সরকার বলছে জাতির পিতার অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্যই আসবেন।

সাতক্ষীরায় নরেন্দ্র মোদি কর্তৃক মন্দির পরিদর্শনকালে তাঁর সফর নির্বিঘ্ন করার জন্য র‌্যাবের মহাপরিচালকসহ সরকারের আইনশৃঙ্খলাবাহিনি ও গোয়েন্দা সংস্থাগুলো ঘুম হারাম করে কাজ করছে সেখানে এমন উস্কানীমূলক কথাবার্তার উদ্দেশ্য কী? তিনি একথা বলে সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বাংলাদেশের জনগণতো চায় নরেন্দ্র মোদির সফর সুন্দর হোক। কারা এদেশে অস্থিরতা সৃষ্টি করতে সরকারকে বেকায়দায় ফেলতে চায় তা পরিষ্কার করা জরুরি। জাতির জনক বঙ্গবঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতাদের শক্তির উৎস কোথায়? ২০১৩ সালের মে মাসের কথা কী জাতি ভুলে গেছে? ভুলেনি, সেই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল বিশেষ উদ্দেশে। পরে প্রমাণ হয়েছে, শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে সেই ষড়যন্ত্র করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশক্তি সক্রিয়। সুতরাং সরকারের কাছেও খবর রয়েছে। জাতি পরিষ্কার হতে চায় যে, ২০২১ সালের মার্চে এদেশের ষড়যন্ত্রকারীরা কী করতে চায়, কারা অপশক্তিকে ডেকে আনতে চায়, কারা পরিবেশ ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এর তদন্ত হওয়া জরুরি। এক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব সবার আগে। উল্লেখ্য, এলিট ফোর্স র‌্যাব-এর বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের পৈতৃকভূমিও সেখানে অর্থাৎ শাল্লায়। তার পিতা একদা উপজেলা চেয়ারম্যান ছিলেন। এসব বিষয় স্থানীয় মানুষের মাথায় আছে। খোঁজ নিয়ে আমি অনুমান করতে পারলাম যে, তারাও চান, সুষ্ঠু, সঠিক ও কঠিন আইনানুগ ব্যবস্থা।

লেখক : উপসম্পাদক, আমাদের অর্থনীতি, সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়