শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২১, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২১, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: বাংলাদেশে করোনা কি হঠাৎ করেই বাড়তে শুরু করেছে? নাকি বাড়ার গতিটা একই ছিলো- শুধু প্রকাশটা বেড়েছে!

শওগাত আলী সাগর: ১.যারা আক্রান্ত হচ্ছেন- তারা ব্যাপারটা লুকিয়ে রাখতে পারছেন না, অবহেলায় এড়িয়ে যেতে পারছেন না। তাদের হাসপাতালে যেতে হচ্ছে, কিংবা মনিটরিং ব্যবস্থায় আগের চেয়ে বেশি বেশি শণাক্ত হচ্ছে!

২. করোনাকে আপনি আদর করে আমন্ত্রণ জানিয়ে নিজ দেহে নিয়ে না গেলে, সে এমনিতেই আপনার শরীরকে স্পর্শ করবে না- করোনার এই স্বভাবের কথা বিশেষজ্ঞরা গত বছর থেকেই বলে আসছেন। করোনা শরীর চায়, তার আগে চায় স্পর্শ, ছোঁয়া ব্যতিরেকে আপনার শরীর তার কাংখিত না। আপনি মানুন আর না মানুন, আপনি কোনো না কোনো ভাবে হাতে ধরে করোনাকে আপনার শরীরে জায়গা করে দিয়েছেন।

৩. এখন বেশি বেশি আইসিইউ লাগছে! আক্রান্তরা বেশি বেশি কাহিল হয়ে পরছেন! স্বাভাবিক! গত একটা বছর ধরে করোনার সঙ্গে আমাদের লড়াই চলছে। করোনা তার ক্ষমতার রুপান্তর ঘটিয়েছে, রুপের পরিবর্তন ঘটিয়েছে। করোনা অন্যকে সংক্রমিত করার নিজের ক্ষমতা বাড়িয়েছে কোনো কোনো স্ট্রেইনে। কিন্তু আপনার শরীরে প্রবেশ করার ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারেনি এখনো। এখনো আপনার শরীরে প্রবেশের জন্য আপনার স্পর্শের জন্যই তাকে অপেক্ষা করতে হয়। আপনি ছুঁয়ে না দিলে, আপনি হাত ধরে নিয়ে না এলে আপনার শরীরের দখল সে নিতে পারে না, সেই ক্ষমতা সে এখনো অর্জন করেনি।

৪. আপনি করোনাকে আপনার শরীর ছুঁতে দেবেন কীনা, আপনি অন্য কারো দেহে করোনাকে পৌঁছে দেবেন কী না, সেই সিদ্ধান্ত আপনার। স্ট্রেইন, মিউটেশন- এইসব ভারী ভারী কথা যতোই বলি না কেন, করোনা নিজ থেকে আপনার শরীরকে ছোঁয় না, আপনার স্পর্শের অপেক্ষায় থাকে।আপনার আমন্ত্রণের অপেক্ষায় থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়