আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছর কারাবন্দী থাকার পর ব্রিটিশ-ইরানিয়ান এনজিও কর্মী নাজানিন জাঘারি-র্যাটক্লিফকে মুক্তি দিয়েছে ইরান।
নাজানিন জাঘারি-র্যাটক্লিফ কারাগার থেকে মুক্তি পেলেও ইরান থেকে বের হতে পারবেন না। তেহরানে তার বাবা-মায়ের বাড়ির ৩০০ ফুটের মধ্যে অবস্থান করতে হবে নাজানিনকে। তার পায়ের গোড়ালিতে একটা ট্যাগ পরে চলাচল করতে হবে।
এদিকে মুক্তির পর নাজানিন জানিয়েছেন, কারাগারের বাইরে আসতে পেরে তিনি খুশি। এমনকি গোড়ালিতে ট্যাগ পরতেও কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত বুধবার (৩ মার্চ) যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতকে বৃটেনের ছায়া শ্রম মন্ত্রী এমপি টিউলিপ সিদ্দিক বলেন , ‘আজ অথবা কালকের মধ্যে ইরানে কারাবন্দী ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানিন জাঘারি-র্যাটক্লিফ সম্ভবত শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন।’
এরআগে নাজানিনের স্বামী জানিয়েছিলেন, তেহরানের এভিন কারাগারে বন্দী থাকা তার স্ত্রীর কোভিড-১৯ হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। কিন্তু কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে।
থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার নাজানিন জাঘারি-র্যাটক্লিফকে ২০১৬ সালে তেহরান বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে নাজানিন জাঘারি-র্যাটক্লিফকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ইরানের আদালত। যদিও অভিযোগ অস্বীকার করেন জাঘারি। যুক্তরাজ্যও বলে আসছে তিনি নির্দোষ।- সময় নিউজ