মো.ইকবাল হোসেন: [২] সাতকানিয়া থানা পুলিশের এস আই দীপক চন্দ্র ধর ও তার সঙ্গীয় ফোর্স শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
[৩] আসামির নাম রিদুয়ানুল হক মারুফ (৩২) সে চিববাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃত ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ও নগদ ২৬০০ টাকা উদ্বার করা হয়।
[৪] তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।