শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আ.মতিন সরকার এর জানাযায় হাজারো মুসুল্লির ঢল

সানজিদা আক্তার : [২] বৃহস্পতিবার ৪ মার্চ দুপুর ২ টায় একসময়ে জেলা আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে পরিচিত, নরসিংদী পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার(৭০) এর নামাজে জানাযা ঐতিহাসিক দত্তপাড়া ( গান্ধীর) ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়।

[৩] উক্ত জানাযায় নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লে.কর্ণেল ( অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক), শিবপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইঁয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভুইঁয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলো।

[৪] জানাযার আগে নজরুল ইসলাম হিরু এমপি বলেন , মৃত্যুর স্বাদ সব প্রানীকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা আজ যে ব্যক্তির জানাযা পড়তে উপস্থিত হয়েছি, তিনি ছিলেন একজন মৎ গুণের অধিকারী। তিনি জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। তার দক্ষ রাজনীতির কল্যাণে জেলা আওয়ামী লীগ ছিল সুসংগঠিত। গত ৪ দিন আগে আমি উনাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, ওনার সাথে আমার কথা হয়ে ছিল। কিন্তু আজ এখানে ওনার জানাযা পড়তে উপস্থিত হবো ভাবতে আমার কষ্ট হচ্ছে। মতিন সরকার কেমন ব্যক্তি ছিলেন, তা মরহুমের জানাযায় হাজারো মুসুল্লির উপস্থিতিই বলে দেয়। উনি একজন স্পষ্ট ভাষীর লোক ছিলেন। আমি মহান আল্লাহ নিকট দোয়া করি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

[৫] উল্লেখ গত ৩ মার্চ বুধবার রাত ৮:১৫ মিনিটে নিজ বাসভবনে আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় মরহুমের জানাযায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও হাজার হাজার মুসুল্লি অংশগ্রহণ করেন। ব্যবসায়ীরা জানাযায় অংশ নেওয়ার জন্য বেলা ১১ টা থেকে সকল দোকানপাট বন্ধ রাখেন।

[৬] মরহুমের জানাযা শেষে স্হায়ী দত্তপাড়া কবরস্হানে বাবার পাশে চির শায়িত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়