শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঞ্চির আঘাতে মারা গেলো বিরল কমলাবতী

পঞ্চগড় প্রতিনিধি: [২] জেলায় আবারো পাওয়া গেল বিরল রেড কোরাল কুরি বা কমলাবতী সাপ। শনিবার বন্যপ্রাণী সংরক্ষক ফিরোজ আল সাবাহ বিষয়টি নিশ্চিত করেন।

[৩] তিনি জানান, আমি শোনার পর বন্ধুদের সাথে নিয়ে ঘটনাস্থলে সাপটিকে দেখতে যাই। আমি যাওয়ার আগেই সাপটি মারা যায়। চা বাগান করতে উঁচু জমি কেটে ফেলায় অনেক প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। স্থানীয়রা জানান এমন সাপ আগেও দেখেছেন তারা। সাপটিকে তারা ‘সিন্দুরী’নামে চেনেন। মৃত সাপটি বর্তমানে তার কাছে রয়েছে। এটিকে কোন সংরক্ষণাগারে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

[৪] শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের আবু তাহের নামের এক ব্যক্তির বাসার পাশে এই সাপটি দেখতে পাওয়া যায়। বাঁশবাগানের মাটি কাঁটতে গিয়ে সাপটি বের হয়। সাপটি তিনি অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

[৫] আবু তাহের জানান, বাঁশবাগানের মাটি কাঁটতে গিয়ে সাপটি বের হলে শিশুরা সাপটি দেখতে পেয়ে হাতে থাকা বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে সাপটিকে। দুর্লভ সাপটি মানুষের অসচেতনতায় মারা যায়।

[৬] চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক বোরহান বিশ্বাস রোমন জানান, সাপটি মেল ফিমেল চিহ্নিত করে সংরক্ষণ করে জুতে বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে রাখতে পারলে ভালো হতো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়