রাশিদুল ইসলাম : [২] নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে একটি স্কুলের এসব ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এক সপ্তাহ আগে নাইজেরিয়ায় এধরনের আরেক অপহরণ ঘটনায় দেশটির কাগারা শহরের সরকারি বিজ্ঞান কলেজের ৪২ জনকে অপহরণ করা হয়েছিল। প্রেসটিভি
[৩] সর্বশেষ অপহরণের ঘটনা ঘটে নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি স্কুলের হোস্টেলে। বন্দুকধারীরা সেখানকার জাঙ্গেবি এলাকায় এঘটনা ঘটালেও এখন পর্যন্ত কেউ অপহরণের দায়িত্ব স্বীকার করেনি।
[৪] জামফারা রাজ্যের গভর্নরের মুখপাত্র জাইলানি বাপ্পা বলেন এসব মেয়ে বিভিন্ন মাদ্রাসার ছাত্রী ছিল।
[৫] নাইজেরিয়ায় বন্দুকধারীরা প্রায়ই এধরনের অপহরণের পর মেয়েদের ওপর নির্যাতন চালায়। অপহরণ রোধে নাইজেরিয়ার সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হলেও তা রোধ করা সম্ভব হচ্ছে না।
[৬] গত বছর ডিসেম্বরে বন্দুকধারীরা দেশটির কানকারা এলাকার একটি স্কুল থেকে ৩শ ছাত্রকে অপহরণ করে।