শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপবি) একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগগুলোকে আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব বলেন, যদি কোন বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে নিদিষ্ট সেমিস্টারের ক্লাস শেষ করে থাকেন তবে তারা বিভাগের চেয়ারম্যানের সাথে আলোচনা করে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে আবাসিক হল গুলো বন্ধ থাকবে। আবাসিক হল খোলার পর চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

একাডেমিক কাউন্সিলের অন্যান্য সিন্ধান্তের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বৃহত্তর ফরিদপুরের জন্য ২০% কোটা বরাদ্দের বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কিন্তু এটি এখনও চূড়ান্ত হয়নি৷ প্রস্তাবটি রিজেন্ট বোর্ডে তোলার পর বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের নিকট ও সরকারের নিকট যাবে৷

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত প্রদানের দাবি জানিয়ে আসছিলো বশেমুরবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়