শিরোনাম
◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপবি) একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগগুলোকে আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুব বলেন, যদি কোন বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে নিদিষ্ট সেমিস্টারের ক্লাস শেষ করে থাকেন তবে তারা বিভাগের চেয়ারম্যানের সাথে আলোচনা করে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে আবাসিক হল গুলো বন্ধ থাকবে। আবাসিক হল খোলার পর চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা নেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

একাডেমিক কাউন্সিলের অন্যান্য সিন্ধান্তের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বৃহত্তর ফরিদপুরের জন্য ২০% কোটা বরাদ্দের বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কিন্তু এটি এখনও চূড়ান্ত হয়নি৷ প্রস্তাবটি রিজেন্ট বোর্ডে তোলার পর বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের নিকট ও সরকারের নিকট যাবে৷

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত প্রদানের দাবি জানিয়ে আসছিলো বশেমুরবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়