ইত্তেফাক: প্রায় ৩০০ বছর আগে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজ ‘সান জোসে’ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের কয়েন, ব্রোঞ্জের মুদ্রা, একটি পোরসেলিন কাপ এবং একটি কামান উদ্ধার করেছে কলম্বিয়া। উদ্ধারকৃত সম্পদের বাজারমূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে।
‘সান জোসে’ নামের গ্যালিয়ন জাহাজটি স্প্যানিশ উত্তরাধিকার যুদ্ধ চলাকালে লাতিন আমেরিকার উপনিবেশ থেকে স্প্যানিশ রাজার স্বর্ণ, রৌপ্য ও এমারাল্ড বহন করছিল। ১৭০৮ সালে ক্যারিবিয়ান সাগরে ব্রিটিশ রয়্যাল নেভির আক্রমণে জাহাজটি ডুবে যায়।
কলম্বিয়ার সংস্কৃতি মন্ত্রী ইয়ান্নাই কাদামানি ফনরোদোনা এই ট্রেজার উদ্ধাকে “ঐতিহাসিক ঘটনা” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত নিদর্শনগুলো আন্ডারওয়াটার রোবট ব্যবহার করে সংগ্রহ করা হয়েছে, যা ভবিষ্যৎ আর্কিওলজিকাল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সান জোসে থেকে পাওয়া ধনসম্পদ নিয়ে কলম্বিয়া সরকার ও মার্কিন প্রতিষ্ঠান সি সার্চ আর্মাডা (SSA)–র মধ্যে বিরোধ চলছে। কলম্বিয়া বলছে, ২০১৫ সালে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তারা জাহাজটি সনাক্ত করে। কিন্তু এসএসএ দাবি করছে, তারা ১৯৮০–এর দশকেই সান জোসের অবস্থান চিহ্নিত করেছিল।
ঐতিহাসিক এই জাহাজ থেকে উদ্ধারকৃত সম্পদের মালিকানা নিয়ে আইনি লড়াই এখনও চলমান।
সূত্র: সিএনএন