শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্ন মিউনিখ কোচকে গার্দিওলার চ্যালেঞ্জ, সময় ও স্থান বলুন,মেসিসহ উপস্থিত হবো

স্পোর্টস ডেস্ক : [২] ২০০৯ সালে ছয়টি বড় ট্রফির সবগুলো জিতেছিল বার্সেলোনা। স্প্যানিশ দলটি কীর্তিতে ভাগ বসালো বায়ার্ন মিউনিখ। মৌসুমে বুন্দেস লিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এবার ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে জার্মান দলটি।

[৩] এক যুগ আগে যার হাত ধরে প্রথম দল হিসেবে ছয়টি শিরোপা তুলেছিল বার্সা সেই ব্যক্তির নাম পেপ গার্দিওলা। যিনি পরবর্তীতে বায়ার্নের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

[৪] বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কাতারে ট্রাইগ্রেস ইউএএনএলকে ১-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এতে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতলো তারা। বাবারিয়ানদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গার্দিওলা। পাশাপাশি বার্সা-বায়ার্নকে মুখোমুখি হতে চ্যালঞ্জও জানিয়েছেন তিনি।

[৫] এক ভিডিও বার্তায় ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ বলেন, ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বিশেষ করে ষষ্ঠ শিরোপা তুলতে পারার মতো দুর্দান্ত সাফল্যের জন্য বায়ার্ন পরিবারকে অনেক শুভেচ্ছা। আমরা ও আমি গর্বিত। অভিনন্দন সবাইকে। বিশেষ করে হ্যান্সি ফ্লিককে। খেলোয়াড়, স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকেই।

[৬] বার্সেলোনা যে বায়ার্নের পর রেকর্ড গড়লো সিটি মনে করিয়ে দিয়ে পেপ গার্দিওলা বলেন, আমি হ্যান্সিকে জানিয়ে দিতে চাই, দ্বিতীয় দল হিসেবে ছয়টি শিরোপা জেতা হলো। আপনার আগেও আরেকটি দল এই কীর্তি গড়ে ছিল দলটির নাম বার্সেলোনা।

[৭] সরাসরি মাঠে নামার চ্যালেঞ্জ জানিয়ে ৫০ বছর বয়সী এই কোচ বলেন, আমি মেসিও তার দলকে কল করতে পারি। যাতে আমরা সপ্তম শিরোপার জন্য মুখোমুখি হতে পারি। শুধু বলতে হবে সময় ও স্থান। আমরা ওখানে উপস্থিত থাকবো। - দ্য সান/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়