শিরোনাম
◈ ইসলামাবা‌দের স‌ঙ্গে ঢাকার সম্পর্ক মধুর হওয়ায় বাংলাদেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে ভারত  ◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাউন্ড বক্সে লুকিয়ে ইয়াবা পাচারকালে ডিবির অভিযানে আটক দুইজন

রাজু চৌধুরী - চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এক অভিযানে ১৪,০০০ পিস ইয়াবা ও ০১টি পিকআপ সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘী ময়দান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারীদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ সুফল মিয়া (২২), পিতা-মোঃ ইদ্রিছ মিয়া, খুত খাইল, যশোদাল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ এবং মোঃ সজীব (১৮), পিতা-মোঃ রোকন মিয়া, খুত খাইল, যশোদাল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘী ময়দান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবাগুলো বিশেষ কায়দায় সাউন্ড বক্সের ভিতরে লুকিয়ে কক্সবাজার থেকে কিশোরগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়