শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাউন্ড বক্সে লুকিয়ে ইয়াবা পাচারকালে ডিবির অভিযানে আটক দুইজন

রাজু চৌধুরী - চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এক অভিযানে ১৪,০০০ পিস ইয়াবা ও ০১টি পিকআপ সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘী ময়দান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারীদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ সুফল মিয়া (২২), পিতা-মোঃ ইদ্রিছ মিয়া, খুত খাইল, যশোদাল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ এবং মোঃ সজীব (১৮), পিতা-মোঃ রোকন মিয়া, খুত খাইল, যশোদাল, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘী ময়দান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবাগুলো বিশেষ কায়দায় সাউন্ড বক্সের ভিতরে লুকিয়ে কক্সবাজার থেকে কিশোরগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়