শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক ঝটকায় ৪ নম্বরে নেমে গেল ভারত

স্পোর্টস ডেস্ক : [২] টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় রাজত্বের অবসান হলো। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত হেরে বসায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে। শীর্ষস্থান থেকে এক ঝটকায় চার নম্বরে নেমে গেছে ভারত। অন্যদিকে একলাফে পয়েন্ট টেবিলের মগডালে উঠে পড়েছে সফরকারী ইংল্যান্ড। চেন্নাইয়ে আজ ইলিংশদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বিরাট কোহলিরা। দেশের মাটিতে এটা তাদের সবচেয়ে বড় পরাজয়।

[৩] সিরিজের বাকি তিনটি ম্যাচের ফলাফলের নিরিখে ভারত-ইংল্যান্ড দুই দলের লিগ টেবিলের অবস্থান বদল হতে পারে। তবে এই মুহূর্তে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে ঘোর সংশয় সৃষ্টি হয়েছে। প্রথম টেস্টে হারের ফলে ভারতের সংগ্রহে আছে ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট। ইংল্যান্ড ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ড আগেই ৭০.০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

[৪] কিউইদের মুখোমুখি হওয়ার দৌড়ে থাকা অস্ট্রেলিয়া ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে। ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে অজিদের ফাইনালে খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতে পাকিস্তান পাঁচ নম্বরে উঠে এসেছে। ৪৩.৩ শতাংশ হারে তাদের সংগ্রহে আছে ২৮৬ পয়েন্ট। যদিও পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নেই। শীর্ষ দুই দল খেলবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়