শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক ঝটকায় ৪ নম্বরে নেমে গেল ভারত

স্পোর্টস ডেস্ক : [২] টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় রাজত্বের অবসান হলো। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত হেরে বসায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে। শীর্ষস্থান থেকে এক ঝটকায় চার নম্বরে নেমে গেছে ভারত। অন্যদিকে একলাফে পয়েন্ট টেবিলের মগডালে উঠে পড়েছে সফরকারী ইংল্যান্ড। চেন্নাইয়ে আজ ইলিংশদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বিরাট কোহলিরা। দেশের মাটিতে এটা তাদের সবচেয়ে বড় পরাজয়।

[৩] সিরিজের বাকি তিনটি ম্যাচের ফলাফলের নিরিখে ভারত-ইংল্যান্ড দুই দলের লিগ টেবিলের অবস্থান বদল হতে পারে। তবে এই মুহূর্তে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে ঘোর সংশয় সৃষ্টি হয়েছে। প্রথম টেস্টে হারের ফলে ভারতের সংগ্রহে আছে ৬৮.৩ শতাংশ হারে ৪৩০ পয়েন্ট। ইংল্যান্ড ৭০.২ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ড আগেই ৭০.০ শতাংশ হারে ৪২০ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

[৪] কিউইদের মুখোমুখি হওয়ার দৌড়ে থাকা অস্ট্রেলিয়া ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে। ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে অজিদের ফাইনালে খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতে পাকিস্তান পাঁচ নম্বরে উঠে এসেছে। ৪৩.৩ শতাংশ হারে তাদের সংগ্রহে আছে ২৮৬ পয়েন্ট। যদিও পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নেই। শীর্ষ দুই দল খেলবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়