শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ

স্বপন দেব : মৌলভীবাজারে ১০ দিন ব্যাপি পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং নরসিংদী বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের সহযোগীতায় শনিবার দুপুরে মৌলভীবাজার ইএজডিপি উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের মৌলভীবাজার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে’র সভাপতিত্বে ও ইএসডিপি’র জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ নিয়াজ মোর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, জেডিপিসি’র লিয়াজু অফিসার মোহাম্মদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, নরসিংদী জেডিপিসি সেন্টার ইনচার্জ মাজেদুর রহমান ভূঁইয়া, বিসিক উপ-ব্যবস্থাপক মোঃ জহুরুল হক, ব্যাংক এশিয়ার মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ শওকত আলী, ইএসডিপির রিসোর্স পার্সন ড. মোহাম্মদ আবু তাহের, জেলা সমবায় অফিসার আব্দুর রহিম উদ্দিন তালকুদার, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা ও পাট উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম রাসেল, সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছাঃ সালেহা বেগম বৃষ্টি, জেলা আইসিটি প্রোগ্রামার ইঞ্জিণিয়ার আবু কাওছার, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, উদ্যোক্তা এম এ সামাদ ও মোঃ কামরুল ইসলাম শাহান প্রমুখ।

বক্তারা বলেন, সোনালী হাঁস পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ। এ শিল্পের বিকাশ ও প্রসারের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় জেলা পর্যায়ে অনেক বিনিয়োগও করেছে। প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ে কাজ করার আহব্বান করেন বক্তারা।

পরিকল্পনা ভিত্তিক প্রশিক্ষণ দেয়ায় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ইএসডিপি উদ্যোক্তাদের মধ্যে পাট নিয়ে  কাজ করেন তাদের কাজকে আরো বেগবান করার জন্য  উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র মৌলভীবাজার উদ্যোক্তারা এই প্রশিক্ষণের জন্য জেডিপিসি ও সবুজ ছায়া  মহিলা উন্নয়ন সংস্থার সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রশিক্ষণের ফলে উদ্যোক্তারা পাটের পন্যের বহুবিধ ব্যবহার বৃদ্ধি ও নতুন নতুন ডিজাইনের পাট পন্য বাজারে সরবরাহ করতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়