হারুন-অর-রশীদ: [২] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা।
[৩] শনিবার প্রতিষ্ঠানটির শিকদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক কাজী গোলাম মোস্তফা। এসময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
[৪] টুঙ্গিপাড়ায় অধ্যরে সফরসঙ্গী ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক (মহিলা) তানজিয়া ইসলাম ও কোষাধ্যক্ষ মো. ইয়াদ আলী মোল্লা।
[৫] গতবছরের জুলাই থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাজী গোলাম মোস্তফা। গত বুধবার তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।