বিল্লাল হোসেন: [২] শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
[৩] তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ে ৩ জন, উপজেলার ভাইয়াস্যূতি উচ্চ বিদ্যালয়ের ২ জন ও সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে ২ জন, জামালপুর আরএম উচ্চ বিদ্যালয়, মঠবাড়ী উচ্চ বিদ্যালয়, আজমতপুর উচ্চ বিদ্যালয়, চুপাইর উচ্চ বিদ্যালয়, নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়, সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয় এবং শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের একজন করে ১৪ কৃতি শিক্ষার্থীকে ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়।
[৪] এছাড়া এ প্রকল্পের পক্ষ থেকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নে একটি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মানের জন্য ২ লক্ষ টাকা, জামালপুর প্রতিভা মডেল একাডেমিকে ১ লক্ষ টাকা এবং বৃত্তি কাজে সহযোগীতা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীকে ১০ হাজার টাকার তুলে দেন ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। সম্পাদনা: মোমেন মাহমুদ