শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আল জাজিরার প্রতিবেদন ক্রুটিপূর্ণ [২] বাংলাদেশ মাফিয়া স্টেট নয়, বললেন নাঈমুল ইসলাম খান (ভিডিও)

আব্দুল্লাহ যুবায়ের: [৩] শুক্রবার ডয়চে ভেলের ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’ টকশোতে জ্যেষ্ঠ সাংবাদিক নাঈমুল ইসলাম খান বলেন, কোন দেশের প্রধানমন্ত্রী সেনা প্রধানের সঙ্গে দেখা করতে গেছেন, এমন সংবাদ বিশ্বাসযোগ্য নয়।

[৪] তিনি আরও বলেন, সেনা প্রধানের ছেলের বিয়েতে তার ভাই উপস্থিত ছিলেন, এ বিষয়টি আমি নিশ্চিত নই। জেনারেল আজিজ বিজিবি প্রধান থাকার সময় ব্যবসা করেননি। ভাইকে ব্যবসা করতে সহযোগিতা করা অন্যায় নয়।

[৫] টকশোতে জ্যেষ্ঠ এ সাংবাদিক বলেন, জোসেফকে যখন ক্ষমা করা হয়েছিলো, তখন বাংলাদেশের পত্রিকা লেখালেখি করেছে। কিন্তু সংবাদ প্রকাশ করতে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। বিশেষ করে, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়।

[৬] উপস্থাপক খালেদ মুহিউদ্দিনের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেনাবাহিনীর ক্রয়-বিক্রয় নিয়ে লেখার পরিবেশ কখনও ছিলো না।

[৭] ‘আল জাজিরার নিউজ নিয়ে কেন এতো আলোচনা’ উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল জাজিরা আন্তর্জাতিক নিউজ চ্যানেল। তা নিয়ে মানুষের কৌতুহল আছে। এজন্যই তাদের প্রতিবেদন নিয়ে আলোচনা হচ্ছে। সংবাদের গুরুত্বের কারণে নয়।

[৮] নেত্র নিউজের এডিটর ইন চার্জ তাসনিম খলিল বলেন, সাবেক প্রধান বিচারপতি সিনহাকে রাষ্ট্রপতি গণভবনে ডেকেছিলেন। সে সময় প্রধানমন্ত্রী সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন। অর্থাৎ আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটে।

[৯] তিনি আরও বলেন, প্রধান বিচারপতিকে হুমকি দেওয়ার সংস্কৃতি মেনে নেওয়া যায় না। বর্তমান সেনা প্রধান একজন উচ্চাভিলাষী মানুষ। তিনি নতুন কোন পদের গুরু হতে চান।

[১০] টকশোতে তিনি আশ্চর্য হয়ে বলেন, কিভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাই সেনা প্রধানের সঙ্গে ছবি তোলেন? ছেলের বিয়ের অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন সেখানে কিভাবে তার ভাই উপস্থিত হলেন? বাংলাদেশ এখন রাশিয়ার মতো মাফিয়া স্টেট হতে যাচ্ছে। আমার অনুরোধ, বাংলাদেশের সাংবাদিকরা জনগণের জন্য সাংবাদিকতা করুক।

[১১] টকশোর শেষে নাঈমুল ইসলাম খান বলেন, বাংলাদেশ ধাপে ধাপে চলছে ও চলবে। সংকুচিত হচ্ছে এমনটা কথা বলা যায় না।

[১২] তাসনিম খলিল বলেন, মেজর থাকার সময় বর্তমান সেনা প্রধান অস্ত্র হারিয়ে ফেলেছিলেন। তখন তার চাকরি চলে যেতে পারতো। কিন্তু তিনি এখনও বহাল তবিয়তে আছেন। অপরাধী ভাইদের দেশে নিয়ে আসছেন। নতুন কোন পদে যাওয়ার স্বপ্ন দেখছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়