শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালিশে চড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন উপজেলা চেয়ারম্যান

অনলাইন রিপোর্ট: নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছে সবুর আলী নামের (৩৭) এক ব্যক্তি। উপজেলার চাপিলা ইউনিয়নে বালু নিয়ে বিবাদমান বিষয়ে সালিশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

চেয়ারম্যান আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাপিলা ইউনিয়নে একটি সালিশ যোগ দিলে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সবুর নামে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের গালে চড় মারেন সবুর। এতে চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।

পুলিশ সুপার আরও জানান, জড়িত ওই ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দীন ভুট্টোর সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে ফোন রেখে দেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়