শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা এবং প্রাইভেট কারসহ আটক ২

রাজু চৌধুরী : [২] মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] শুক্রবার(৫ ফেব্রুয়ারি) ডিবি সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর ডিবি (দক্ষিণ) বিভাগ।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল মোস্তফা (২৭), পিতা-আবদু শুক্কুর, মাতা-নুর জাহান, সাং-গোদার পাড়া, ডাকঘর-নয়া পাড়া, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, এবং জাহিদ হোসেন (২৭), পিতা-মৃত নুর হোসেন, মাতা-খালেদা বেগম, সাং-গোদার পাড়া, ডাকঘর-নয়া পাড়া, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

[৫] আরও জানা যায়, ধৃত জাহিদ হোসেন (২৭) এর বিরুদ্ধে কক্সবাজার এর রামু থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

[৬] গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়