শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা এবং প্রাইভেট কারসহ আটক ২

রাজু চৌধুরী : [২] মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] শুক্রবার(৫ ফেব্রুয়ারি) ডিবি সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর ডিবি (দক্ষিণ) বিভাগ।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল মোস্তফা (২৭), পিতা-আবদু শুক্কুর, মাতা-নুর জাহান, সাং-গোদার পাড়া, ডাকঘর-নয়া পাড়া, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, এবং জাহিদ হোসেন (২৭), পিতা-মৃত নুর হোসেন, মাতা-খালেদা বেগম, সাং-গোদার পাড়া, ডাকঘর-নয়া পাড়া, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

[৫] আরও জানা যায়, ধৃত জাহিদ হোসেন (২৭) এর বিরুদ্ধে কক্সবাজার এর রামু থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

[৬] গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়