শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিলাম থেকে সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা করছে তিনটি ফ্র্যাঞ্চাইজি

মাহিন সরকার: [২] আইপিএলের ১৩ তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। তার আগেই দলগুলো নিজেদের দল গুছানোর কাজ শুরু করে দিয়েছে।

[৩] অলরাউন্ডার কোটাতে সাকিবকে যেকোন মূল্যে দলে নিতে চায় বড় তিন দল। সেই ফ্র্যাঞ্চাইজিগুলো হলো, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাব।

[৪] এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস খুব একটা ভাল করতে পারেনি। ফর্মে ছিলেন না অলরাউন্ডার বেন স্টোকস। দলকে নতুন করে সাজাতে তারা অধিনায়ক স্মিথকেও ছেড়ে দিয়েছে। নতুন পরিকল্পনায় তাদের লক্ষ্য সাকিব। গোপাল, তেওয়াটিয়াদের সাথে স্পিন আর ব্যাটিং শক্তি বাড়াতেই সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা তাদের।

[৫] প্রতিবার তারকা ক্রিকেটার থাকলেও কম্বিনেশনের কারণে খুব একটা ভাল করতে পারেনা ব্যাঙ্গালোর। টপ অর্ডারে কোহলি-এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটার থাকলেও মিডল অর্ডারে তাদের সমস্যা প্রায় সব আসরেই চোখে পড়েছে। আর সেকারণেই সাকিবকে নিতে পারে তারা।

[৬] আইপিএলের আরেক দল কিংস ইলেভেন পাঞ্জাবের সাকিবকে নেওয়ার পরিকল্পনা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায়। যেহেতু আশানুরূপ পারফর্ম করতে না পারায় ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে তারা। সেকারণে সেই জায়গায় সাকিবকে নিতে সবচেয়ে বেশি আগ্রহী প্রীতির দল।

[৭] এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যেই ক্রিকেটে ফিরেছেন তিনি। নিষেধাজ্ঞার কারণে খেলেননি সবশেষ আইপিএলে। তাই নিলাম থেকে তাকে নেওয়ার সুযোগ থাকছে যেকোন ফ্র্যাঞ্চাইজির। শেষ পর্যন্ত কোন দল নিলাম থেকে নিতে পারে সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়