রায়হান আলী: [২] শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জুয়ারি কে আটক করা হয়। এরা হলেন লুৎফর রহমান (২২),বেল্লাল (২১),শাহাদাত (১৯),জাহিদুল (১৭),সিহাব উদ্দিন (১৬),সবুজ হোসেন (২০),সাদ্দাম হোসেন (১৬),সাজ্জাদ হোসেন (১৮),ইউনুস আলী (২৫)আসাদুল (১৯)। উপজেলার পূর্বদেলুয়া গ্রামে জুয়া খেলার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এদের কে আটক করেন।
[৩] উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ শনিবার (৩০ জানুয়ারি) এদের সবাই কে ১ শত টাকা করে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেয়। সম্পাদনা: সাদেক আলী