শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:০৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের কাছে আবারও ঋণ মওকুফের অনুরোধ পাকিস্তনের

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে চাপে থাকা দেশগুলোর জন্য আরও বেশি ঋণ মওকুফের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের চতুর্থ অধিবেশনে বক্তব্যকালে এ অনুরোধ জানান তিনি।

সম্মেলনে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলো মহামারি থেকে পুনরুদ্ধার এবং ঋণ পরিশোধ বাধ্যবাধকতার ফাঁদে পড়েছে।

তিনি বলেন, পৃথিবী আজ একঝাঁক আন্তঃসম্পর্কিত স্বাস্থ্যগত ও অর্থনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে। যদিও করোনাভাইরাস ধনী-দরিদ্রের বৈষম্য দেখে না, তারপরও দুর্বল মানুষ ও দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইমরান বলেন, এখন উন্নত দেশগুলোতে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে মনে হচ্ছে, গোটা দক্ষিণাঞ্চল ভ্যাকসিনের আওতায় আনতে অনেক বেশি সময় লাগবে। মহামারি দীর্ঘস্থায়ী হওয়ায় টেকসই উন্নয়নও অধরা থাকবে।

এসময় পাকিস্তানের মতো দেশগুলোর জন্য আরও বেশি ঋণ মওকুফের আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আরও বেশি কিছু করা দরকার।

এর আগে, গত বছর উন্নয়নশীল দেশগুলোর ঋণ মওকুফে একটি বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছিলেন ইমরান খান।

অবশ্য মহামারির আগে থেকেই বিভিন্ন দেশ ও সংস্থার কাছে বড় অঙ্কের ঋণ রয়েছে পাকিস্তানের। বিদেশি ঋণের বোঝা কমাতে দেশটির সরকার সম্প্রতি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে স্বীকারও করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

গত বুধবার উত্তর ওয়াজিরিস্তান সফরকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তেলের দাম ন্যূনতম পর্যায়ে রাখতে তার দেশ আর ঋণের বোঝা কাঁধে নিতে পারবে না।

পাকিস্তানি রুপির চরম অবমূল্যায়নের প্রভাবে পেট্রোলিয়াম, ডাল, ঘিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বাড়াতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ডলারের মূল্য ১০৭ রুপি থেকে বেড়ে ১৬০-এ পৌঁছেছে, যার কারণেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। -জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়