শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৫৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের শপথ অনুষ্ঠানে বক্তব্য শুনেছেন ৪০ মিলিয়ন মানুষ : দ্য হলিউড রিপোর্টার, ‘আনসিভিল ওয়ার’ বন্ধের ঘোষণার সময় তালি পড়ে সবচেয়ে বেশি

দেবদুলাল মুন্না: [২] আজ শুক্রবার দ্য হলিউড রিপোর্টার বলছে, ১১ টা ৪৫ মিনিট থেকে ১২ টা ১৫ মিনিট এই সময়ে এবিসি, এনবিসি, সিবিএস এবং ক্যাবল নিউজ সিএনএন, এসএসএনবিসি ও ফক্স নিউজে ৩৯ দশমিক ৮৭ মিলিয়ন দর্শক শ্রোতা তা উপভোগ করেন। এই সময়ের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করেন এবং তার অভিষেক বক্তব্য রাখেন।

[৩] যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শেষ দিনগুলোতে দেশ জুড়ে ছিল বিভেদের সুর। সাদা-কালো, রিপাবলিকান-ডেমোক্র্যাটদের মধ্যে জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ চলেছে। মাথা চড়া দিচ্ছিল হায়াইট সুপ্রিমেসি। এমনই এক সময়ে শপথবাক্য পাঠ করে মিস্টার প্রেসিডেন্ট ক্য়াপিটলের সিড়িতে দাঁড়িয়ে বললেন, 'এই আনসিভিল যুদ্ধ শেষ করার শপথ নিতে হবে সকলকে। অ্যামেরিকাকে আবার ঐক্যবদ্ধ করতে হবে।' তখন তালি পড়ে ৩ মিলিয়নের বেশি মানুষের।

[৩] তিন ঘন্টা সময়ব্যাপী ১১ টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠানের দর্শক ছিল ২৯ দশমিক ৪৫ মিলিয়ন । ট্রাম্পের সময়ে এই সংখ্যা ছিল ২৭ দশমিক ০৮। ফাষ্ট ন্যাশনাল রেটিং জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানের চাইতে এই দর্শক সংখ্যা ১ দশমিক ৫২ মিলিয়ন বেশি।

[৪] সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম অভিষেক অনুষ্ঠান দেখেছিলেন ৫১মিলিয়ন মানুষ। যা ২০০৯ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে সিএনএন দেখেছেন সর্বোচ্চ সংখ্যক দর্শক শ্রোতা ৯ দশমিক ৯৯ মিলিয়ন।সবচেয়ে কম দর্শক শ্রোতা ফক্সের অনুষ্ঠান দেখেছেন। সেই সংখ্যা ২ দশমিক ১৭ মিলিয়ন। কিন্তু ২০১৭ সালে ট্রাম্পের অনুষ্ঠানে ফক্সের দর্শক সংখ্যা ছিল ৮ দশমিক ৭৭ মিলিয়ন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়