সুজন কৈরী : পুরান ঢাকার লাগবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রামম্যমান আদালত। জব্দ করা হয়েছে ১৯ লাখ ৩১ হাজার টাকার পলিথিনের ব্যাগ।
র্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত লালবাগের বাগানবাড়ী এলাকায় দুটি পলিথিনের শপিং ব্যাগ তৈরীর ফ্যাক্টরিতে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালিত করে র্যাব-২। আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আক্তারুজ্জামান।
অভিযানকালে সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি এবং বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুটির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রতিষ্ঠান দুটি থেকে আনুমানিক ১৯ লাখ ৩১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।