তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আনন্দপুর টু তিলপাড়া পাকা রাস্তার একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা যায়, এরপরেই অভিযান নামে পুলিশ।
ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ রামদা, লোহার রড, ছোরা ও পল জব্দ করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম আরিচুল হক বলেন, অস্ত্রসহ আটক ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।