শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোর্ড জোর না করায় বাংলাদেশ সফরে আসেনি ১০ ক্যারিবীয় তারকা

স্পোর্টস ডেস্ক: [২] করোনার দোহাই দিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাংলাদেশ সফর থেকে নিজেদের অব্যাহতি নিয়েছেন ১০ জন ক্যারিবীয় তারকা। আরও ২ ক্রিকেটার আসছেন না ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে। তবে বাংলাদেশ সফরের উদ্বেগের কিছু দেখছেন না ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ)।

[৩] ওয়েস্ট ইন্ডিজের এই সংগঠনটি জানিয়েছে, চিকিৎসকের মাধ্যমে খেলোয়াড়দের সংগঠন পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশের কোভিড প্রটোকল দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঐ চিকিৎসক, তথা ডব্লিউআইপিএ।

[৪] সংগঠনের সেক্রেটারি ওয়েইন লুইস বলেন, ‘আমাদের কোনোরকম উদ্বেগ নেই এই সফর নিয়ে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরের মতই আয়োজন করেছে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও তাদের দলের সাথে আমাদের আলোচনা হয়েছে।

[৫] তিনি আরো বলেন, ‘আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক আন্দ্রে কুকি, কারণ আমরা কেউই মেডিকেল চিকিৎসক নই। ওয়েস্ট ইন্ডিজের সাথে সভায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

[৬] বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে যারা সফর থেকে নাম প্রত্যাহার করেছেন তারা হলেন- অধিনায়ক জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরান।

[৭] এছাড়া ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ। করোনার কথা বিবেচনা করে খেলোয়াড়দের বিদেশ সফরের ব্যাপারে স্বাধীনতা দিয়ে রেখেছে সিডব্লিউআই।

[৮] তাই কোনো খেলোয়াড় বিদেশ সফরে যেতে না চাইলে তাকে বোর্ড জোর করবে না বা পরবর্তী দল বাছাইয়ে খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না। মূলত এ কারণেই এক ঝাঁক তারকা বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়ার মত দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। - টোবাকো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়