শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৬ থেকে আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার স্বপ্ন দেখতেন মুস্তাফিজ 

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিযান শুরু হয়েছিল ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চমক দেখিয়ে জয় করে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়। দলটির হয়ে আইপিএল শিরোপা স্বাদও পেয়েছেন মুস্তাফিজ। এরপর আরও তিনটি দল পাল্টেছেন তিনি, তবে নিজের প্রথম আইপিএল থেকেই স্বপ্ন দেখছেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার। অবশেষে এবার সেই স্বপ্নটা পূরণ হয়েছে তার।

চেন্নাইয়ের জার্সিতে এবারের আইপিএলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে নতুন ঠিকানায় নিজের আবির্ভাবের জানান দেন। হয়ে ওঠেন মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়দের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি পেসার জানালেন, চেন্নাইয়ের হয়ে খেলতে কতটা মুখিয়ে ছিলেন তিনি।

মোস্তাফিজ বলেছেন, এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। আইপিএলে প্রথম খেলেছিলাম ২০১৬ সালে। সেই সময় থেকে চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন ছিল। চেন্নাই সুপার কিংসে যখন আমি ডাক পাই, অবস্থা এমন ছিল যে ওই রাতে ঘুমই আসছিল না।

আইপিএল নিলামে ডাক পাওয়ার সেই সময়ের বর্ণনা দিলেন তিনি এভাবে, ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম (বাংলাদেশের হয়ে সিরিজ খেলতে)। পরের দিন আমাদের খেলা ছিল। আইপিএল নিলাম যখন শুরু হয়, তখন ওখানে (নিউজিল্যান্ডে) অনেক রাত। ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম, এরপর থেকে মেসেজের পর মেসেজ। চেন্নাই দলে সুযোগ পাওয়ায় সবাই অভিনন্দনের বার্তা পাঠাচ্ছিল।

চেন্নাইতে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন ধোনিকে। অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে কী হয় তার, এমন প্রশ্নে মুস্তাফিজ বলেছেন, বোলিং নিয়েই তার সঙ্গে বেশি কথা হয়। এর বাইরে কম কথা হয়। মাঠে টুকটাক কথা হয়, কোনটা করলে কী হয়। মাহি ভাই (ধোনি) এসেই আমাকে বলেন- এটা করলে ভালো হবে।

একই সঙ্গে চেন্নাইয়ে সাফল্যের রহস্যও জানিয়েছেন বাংলাদেশি পেসার, জাতীয় দলে যেমন সবাই অনেক ফ্রেন্ডলি, এখানেও তাই। এখানে আসার পর যে আমার অস্বস্তিবোধ হওয়া, তেমন কিছু মনে হয়নি। আমার মনে হয় এটা অনেক বড় বিষয়। মাহি ভাই, কিছু ফিল্ডিং সেটআপ- ডেথ ওভারে (ডোয়াইন) ব্রাভো যে সেটআপের কথা বলেছিলেন, আমার এই জিনিসগুলো খুব কাজে লেগেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়