আব্দুল্লাহ আল আমীন: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ এর ৪র্থ দিনে ময়মনসিংহে ২শত ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে।
[৩] এরই অংশ হিসেবে সোমবার (৪ জানুয়ারি) সকালে ময়মনসিংহের ভালুকায় মল্লিক বাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামে বৃক্ষরোপণ করা হয়।
[৪] র্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বৃক্ষরোপণ উদ্বোধন করেন।
[৫] এ সময় বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন, র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মল্লিক বাড়ি ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন প্রমূখ। বৃক্ষরোপণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. দেলোয়ার হোসেন।