শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পিঠা বিক্রি জমে উঠেছে

সোহাগ হাসান: [২] শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে কদর বেড়েছে বিভিন্ন ধরনের শীতের পিঠা খাওয়ার। পিঠার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়। পিঠা বিক্রি জমে উঠেছে সিরাজগঞ্জ জেলার সবকয়টি উপজেলার ফুটপাতের ভ্রামমান দোকানগুলোতে।

[৩] সরজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ প্রেসক্লাব মোড়,শহরের বড় পুল, খলিফা পট্টি, মজিব সড়ক, কালিবাড়ী, চান্দালী মোড়, বাজার স্টেশনসহ বিভিন্ন জায়গার পিঠার দোকানগুলোতে পিঠা প্রেমীদের ভীর চোখে পড়ার মতো।

[৪] বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে এসব পিঠা দোকান গুলো। এ দোকানগুলোতে ভাপা, চিতই, ডিম চিতই, তেল পিঠা, ঝাল চিতইসহ বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়।

[৫] পিঠায় স্বাদ পেতে পিঠার সাথে গুড়, শুটুকী মাছ ভর্তা, শরিষা ভর্তা দিয়ে থাকেন বিক্রিতারা। পিঠাগুলোর দাম ৫টাকা থেকে ২০ টাকার মধ্যে হওয়ায় লাইনে দারিয়ে থেকেও পিঠা কিনছে নানা বয়সের মানুষ। রাস্তার মোড়ে মোড়ে পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করে সংসার চালাচ্ছেন। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।

[৬] পিঠা ক্রেতা হাসেম আলী, মুন্না মন্ডল, আল-আমীনসহ অনেকেই বলেন, শীতের পিঠা খেতে ভালো লাগে, দাম কম হওয়ায় বাসায় নিয়ে যাচ্ছি।

[৭] পিঠা বিক্রতা শেফালী বেওয়া,আলতাব হোসেন, সুজন মিয়া, বলেন, প্রতি বছরই শীত মৌসুমে পিঠা বিক্রি করি। আল্লাহ ভালোই চালাচ্ছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়