শিরোনাম
◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে প্রতারণার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

আদনান হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে টি.সি.বি'র ডিলার শীপ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার দিবাগত রাতে ধামরাই থানায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ভাড়ারিয়া এলাকার মো. মোরছালিন নামে এক ব্যক্তি।

[৪] এর আগে বুধবার সন্ধ্যায় ধামরাই পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টার চত্ত্বর থেকে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশ।

[৫] গ্রেপ্তার মহসিন খান (৬০) ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডিলারশীপ ব্যবসায়ী।

[৬] মামলার বাদী মো. মোরছালিনের অভিযোগ, টি.সি.বি. ডিলারশীপ এনে দেওয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা নেয় সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন। কিন্তু ডিলারশীপ না দিয়ে অনেক দিন ধরে নানা তালবাহানা করে আসছিলো সে। টাকা নেওয়ার পর আমাকে যে সমস্ত রশিদ দিয়েছিল ওই মন্ত্রণালয়ে গিয়ে তার কোন সত্যতাও খুঁজে পাইনি। পরে তার কাছে টাকা ফেরত চাইলে নানা ভাবে সে আমাকে হুমকি প্রদান করে। উপায় না দেখে পরে থানায় এসে মামলা দায়ের করেছি।

[৭] ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত চেয়ারম্যান মহসিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়