শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের স্বীকৃতি লাভ

মনিরুল ইসলাম: [২] রূপকল্প ২০২১ বাস্তবায়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের একটি অন্যতম কর্মসূচী। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকারি দপ্তর/সংস্থাসমূহে কর্মসম্পাদন ব্যবস্থাপনা প্রবর্তন করা হয়েছে।

[৩] জানা যায়, সরকার ২০১৪-১৫ অর্থবছরে ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি সূচনা করে।

[৪] এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে সার্বিক কর্মকান্ড মূল্যায়নের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় কাজের স্বীকৃতি প্রদান করে। মন্ত্রণালয়াধীন ১৪টি দপ্তর/সংস্থার মধ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে।

[৫] এ বিষয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর এ প্রতিবেদককে বলেন, এ গৌরব অর্জনে তথ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

[৬] তিনি বলেন, ফিল্ম আর্কাইভের সকলের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়