জাকারিয়া হোসেন জোসেফ: [২] সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদের চালান সহ বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
[৩] বিজিবি সুত্রে জানাগেছে,সীমান্তের চাঁনপুর বিওপির একটি নিয়মিত টহল দল,রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ২ হাজার,২শত,৪০ প্যাকেট নাসির বিড়ি আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার দুই শত টাকা।
[৪] একইদিনে লাউরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা হতে ১ হাজার, ১শত ২০ প্যাকেট নাসির বিড়ি জব্দ করেছে (বিজিবি) জোয়ানেরা। আটককৃত বিড়ির সিজার মূল্য ৪৭ হাজার, ৬ শত টাকা।
[৫] অপরদিকে চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ২৩ পিছ ভারতীয় মদের বোতল আটক করেছে।যার আনুমানিক মূল্য ৩৪ হাজার, ৫ শত টাকা।
[৬] সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ি ও মদের চালান জব্দ করার পর।আটককৃত মাদকদ্রব্য সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।