স্বপন দেব: [২] রোববার দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এ রায় দেন।
[৩] জানা গেছে, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের হাসান আহমদ প্রায়ই মাদকসেবন করে তার বাবা-মাকে মারধর করে আসছে। রোববার সকালে হাসান আহমদ(২৫) আবারও বাবা-মাকে মারধর করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন।
[৪] পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানকে জানানো হলে ইউএনও সেখানে ছুটে যান। এসময় অভিযুক্ত হাসান নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, বাবা-মাকে মারধর ও মাদকসেবনের বিষয়টি স্বীকার করে ।