শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস ও বিদ্যুতে বকেয়া বিল সাড়ে ১১ হাজার কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট: করোনাকালীন সরকারি-বেসরকারি বিদ্যুৎ ও গ্যাস বিল কয়েক হাজার কোটি টাকা বকেয়া পড়ে গেছে। একই সঙ্গে এ সময়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সিস্টেমলস অনেকটা ঊর্ধ্বমুখী। এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যায়ক্রমে বকেয়া বিদ্যুৎ বিল কমিয়ে আনতে। বিতরণ কোম্পানিগুলোও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের কাছ থেকে বকেয়া গ্যাস-বিদ্যুৎ বিল আদায়ে তৎপরতা চালাচ্ছে। কিন্তু কাক্সিক্ষত পর্যায়ে আদায় হচ্ছে না। গ্যাস-বিদ্যুতের বকেয়া বিলের তালিকায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতে প্রভাবশালী ব্যক্তিদের কোম্পানিও রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত অক্টোবর পর্যন্ত এক হিসাবে দেখা গেছে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে সাড়ে আট হাজার কোটি টাকা। গ্যাস বিল বকেয়া পড়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। যার মধ্যে সরকারি বিভিন্ন কোম্পানি ও বেসরকারি খাত রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাঁচটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে একমাত্র ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ছাড়া সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির সিস্টেললস বেড়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিস্টেমলস এখনো ডাবল ডিজিটে।
২০১৯-২০ অর্থবছরে সংস্থাটির সিস্টেম লস ছিল সাড়ে নয় শতাংশ। অথচ চলতি বছরের অক্টোবর মাসে এসে সিস্টেমলস দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ। একই সময়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সিস্টেমলস ছিল চার দশমিক ৭৮ শতাংশ, চলতি বছরে অক্টোবরে সেটা হয়েছে ১১ দশমিক ৬৩ শতাংশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সিস্টেমলস ছিল ৭ দশমিক ৭৮ শতাংশ, চলতি অর্থবছরে অক্টোবরে এসে সেটা হয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির সিস্টেমলস ৩ দশমিক ৯৮ শতাংশ ছিল। সেটা দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৪ শতাংশ। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সিস্টেমলস ছিল ৮ দশমিক ৪৫ শতাংশ, সেটা বর্তমানে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ। সবচেয়ে বেশি সিস্টেমলস বেড়েছে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকোর)। কোম্পানিটির গত বছরের অক্টোবরে সিস্টেম লস ছিল ৯ দশমিক ২১ শতাংশ। চলতি বছরের একই সময়ে এসে হয়েছে ১৩ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বিতরণ লস ও সিস্টেমলস বেড়েছে। অক্টোবরে যেটা ছিল গড়ে ১০ দশমিক ৯৪ শতাংশ সেটা বর্তমানে ১২ দশমিক ৬১ শতাংশ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ বিষয়ে বলেন, কোভিড পরিস্থিতির কারণে বিল আদায়ের ক্ষেত্রে কিছুটা শিথিলতা তৈরি হয়। ফলে সরকারি-বেসরকারি খাতে অনেক বিল বকেয়া পড়ে গেছে। ইতোমধ্যে বিল আদায়ে তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি বিল আদায়ের জন্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতনদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

শুধু সিস্টেমলসই নয়, বেড়েছে বকেয়া বিলের পরিমাণও। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, আসলে বেসরকারি পর্যায়ের শিল্প মালিক বা উদ্যোক্তরা অনেকেই করোনার কারণে বিদ্যুৎ বিল পরিশোধ করতে টালবাহানা করছে। তাদের বিল আদায়ে না হয় সরকার কিছুটা সুযোগ দিল কিছুটা আস্তে ধীরে দিতে, কিন্তু দুঃখজনক হলো সরকারি ও বড় বড় বিদ্যুৎকেন্দ্রের মালিকদের বিদ্যুৎ ও গ্যাস বিল বকেয়া রয়েছে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের বড় বড় গ্রাহক যারা তাদের অধিকাংশ সরকারের রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি। ফলে শতকোটি টাকা বকেয়া আছে এমন অনেক কোম্পানির বিল আদায় করতে বিতরণ কোম্পানিগুলোর কর্মকর্তারা অসহায় হয়ে পড়ছেন। তাদের ইচ্ছেমতো বিল আদায় করতে হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। যার মধ্যে পিডিবির বকেয়া এক হাজার ৪৮ কোটি টাকা; বিআরইবির তিন হাজার ৭৯৬ কোটি টাকা; ডিপিডিসির বকেয়া এক হাজার ১২৫ কোটি টাকা; ডেসকোর বকেয়া বিদ্যুৎ বিল ৭৫২ কোটি টাকা; ওজোপাডিকোর বকেয়া সাড়ে চারশ কোটি টাকা; নেসকোর বকেয়া ৬৮৬ কোটি টাকা।

এদিকে পেট্রোবাংলা সূত্রে জানা যায়, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রায় তিন হাজার কোটি টাকা বকেয়া জমা পড়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে বকেয়া দুই হাজার ৩৭৮ কোটি টাকা। তবে এসব বিল পরিশোধ প্রক্রিয়া চলমান। সরকারি-বেসরকারি মালিকানাধীন ক্যাপটিভ পাওয়ারে গ্যাস বিল বকেয়া এক হাজার ৫২৬ কোটি টাকা; সরকারি-বেসরকারি সার কারখানাগুলোর মধ্যে গ্যাস বিল বকেয়া প্রায় ২২৮ কোটি টাকা; শিল্পকারখানাগুলোতে বকেয়া এক হাজার ৬৫৬ কোটি টাকা; বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোয় গ্যাস বিল বকেয়া একশ কোটি টাকা এবং আবাসিক খাতে বকেয়া দুই হাজার ৬৪২ কোটি টাকা। এসব বকেয়া বিল আদায় চলমান হওয়ায় বকেয়া বিল কম-বেশি হতে পারে যে কোনো সময়। এ ছাড়া সিএনজি খাতে ফিড গ্যাস বিল বকেয়া ৮৫৪ কোটি টাকা এবং চা বাগানে বকেয়া ১০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়