শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে রোহান হত্যা মামলায় আরো এক আসামি আটক

যশোর প্রতিনিধি: [২] চালক রোহান হত্যা মামলায় রমজান খাঁ (২২) নামে আরো এক আসামিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রমজান খাঁ নড়াইল জেলার কোমখালি গ্রামের আজিবর খার ছেলে। রোহান হত্যা মামলায় পিবিআই রমজান খাকে নিয়ে এ পর্যন্ত ৪ জনকে আটক করলো। এর আগে আরো তিনজনকে আটক করা হয়।

[৩] পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলের কোমখালি গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রমজান খাঁকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ নভেম্বর পিবিআই আল মামুন (১৯), মোঃ শাহিন শেখ (১৯) ও মাসুদ রানাকে (৩১) আটক করা হয়। গ্রেফতারকৃত রমজান খাঁকে শুক্রবার (১৮ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে রোহান হত্যা মামলার দায় স্বীকার করে।

[৪] মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, অভিযুুক্ত রমজান খাঁ ও তার সহযোগীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক রোহান হত্যাকান্ড সংঘটিত করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আদালতেও সে একই স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে।

[৫] মামলার বিবরণে জানা যায়, গত ২৫ নভেম্বর নড়াইল সদর থানার তুলারামপুর ইউনিয়নের বামনহাট (মাইজপাড়া টু গাবতলা) পাকা রাস্তার পাশ থেকে ইজিবাইক চালক আবু রোহান মোল্লার (২০) মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় রোহনের পিতা চাঁনমিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নড়াইল সদর থানায় মামলা করেন। পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়