শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে রোহান হত্যা মামলায় আরো এক আসামি আটক

যশোর প্রতিনিধি: [২] চালক রোহান হত্যা মামলায় রমজান খাঁ (২২) নামে আরো এক আসামিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রমজান খাঁ নড়াইল জেলার কোমখালি গ্রামের আজিবর খার ছেলে। রোহান হত্যা মামলায় পিবিআই রমজান খাকে নিয়ে এ পর্যন্ত ৪ জনকে আটক করলো। এর আগে আরো তিনজনকে আটক করা হয়।

[৩] পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলের কোমখালি গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রমজান খাঁকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ নভেম্বর পিবিআই আল মামুন (১৯), মোঃ শাহিন শেখ (১৯) ও মাসুদ রানাকে (৩১) আটক করা হয়। গ্রেফতারকৃত রমজান খাঁকে শুক্রবার (১৮ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে রোহান হত্যা মামলার দায় স্বীকার করে।

[৪] মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, অভিযুুক্ত রমজান খাঁ ও তার সহযোগীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক রোহান হত্যাকান্ড সংঘটিত করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আদালতেও সে একই স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে।

[৫] মামলার বিবরণে জানা যায়, গত ২৫ নভেম্বর নড়াইল সদর থানার তুলারামপুর ইউনিয়নের বামনহাট (মাইজপাড়া টু গাবতলা) পাকা রাস্তার পাশ থেকে ইজিবাইক চালক আবু রোহান মোল্লার (২০) মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় রোহনের পিতা চাঁনমিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নড়াইল সদর থানায় মামলা করেন। পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়