শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে রোহান হত্যা মামলায় আরো এক আসামি আটক

যশোর প্রতিনিধি: [২] চালক রোহান হত্যা মামলায় রমজান খাঁ (২২) নামে আরো এক আসামিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রমজান খাঁ নড়াইল জেলার কোমখালি গ্রামের আজিবর খার ছেলে। রোহান হত্যা মামলায় পিবিআই রমজান খাকে নিয়ে এ পর্যন্ত ৪ জনকে আটক করলো। এর আগে আরো তিনজনকে আটক করা হয়।

[৩] পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলের কোমখালি গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রমজান খাঁকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ নভেম্বর পিবিআই আল মামুন (১৯), মোঃ শাহিন শেখ (১৯) ও মাসুদ রানাকে (৩১) আটক করা হয়। গ্রেফতারকৃত রমজান খাঁকে শুক্রবার (১৮ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে রোহান হত্যা মামলার দায় স্বীকার করে।

[৪] মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, অভিযুুক্ত রমজান খাঁ ও তার সহযোগীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক রোহান হত্যাকান্ড সংঘটিত করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আদালতেও সে একই স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে।

[৫] মামলার বিবরণে জানা যায়, গত ২৫ নভেম্বর নড়াইল সদর থানার তুলারামপুর ইউনিয়নের বামনহাট (মাইজপাড়া টু গাবতলা) পাকা রাস্তার পাশ থেকে ইজিবাইক চালক আবু রোহান মোল্লার (২০) মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় রোহনের পিতা চাঁনমিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নড়াইল সদর থানায় মামলা করেন। পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়