শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার ৩ উইকেট পেলেই সাকিবকে টপকে যাবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের মাটিতে টি- টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর হিসেবে স্বীকৃত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে ৭ বার অনুষ্ঠিত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। গত সাত আসরে একবার সর্বোচ্চ ২৩ উইকেট শিকারের রেকর্ড করেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। ২০১৮ সালের বিপিএলে এই কীর্তি গড়েন তিনি।

[৩] এবার সাকিবকে ছোঁয়া কিংবা ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড গড়ার বড় সুযোগ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সামনে। এবার বিপিএল হয়নি, তবে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরে ফাইনালে নামার আগ পর্যন্ত মুস্তাফিজ মাত্র ৯ ম্যাচ খেলেই শিকার করেছেন ২১ উইকেট।

[৪] বাঁহাতি এই পেসার এবারের আসরে যেন পুরোনো রূপে আবির্ভূত হয়েছেন। নিজেই জানিয়েছেন, আগের মতো বোলিং করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। চেষ্টা করেছি অনুশীলনটা ভালোভাবে করার। জিম, ফিটনেস-রানিংয়ে চেষ্টা করেছি কী করলে আবারও আগের মতো বোলিং করতে পারি। প্রস্তুতি বলতে শুধু আমি না, সব ক্রিকেটাররাই গত ৬ মাস চেষ্টা করেছে কিভাবে ফিট থাকা যায়। সবাই কঠোর পরিশ্রম করেছে।

[৫] ২০১৮-১৯ সালের বিপিএল আসরে সাকিব ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েন। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে এরচেয়ে বেশি উইকেট শিকার করতে পারেননি কেউ।

[৬] ঘরোয়া টি-টোয়েন্টি আসর (বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি) ছাড়াও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড সাকিবের। তবে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার সেই রেকর্ড হুমকির মুখে ফেলেছেন মুস্তাফিজ।

[৭] ৯ ম্যাচে মাত্র ৬.২৮ ইকোনমি ও ১০.৪২ গড়ে ২১ উইকেট শিকার করেছেন তিনি। জেমকন খুলনার বিপক্ষে ফাইনালে আর ২ উইকেট শিকার করলেই সাকিবের রেকর্ড স্পর্শ করবেন, ৩টি নিলে সাকিবকে পেছনে ফেলে গড়বেন নতুন ইতিহাস। - সূত্র, গাজী গ্রুপ চট্টগ্রাম/ আরটিভি

সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়