স্বপন দেব : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানের ৫০ শ্রমিক ১৯৭১ সালে পাকিস্তানিদের গুলিতে শহীদ হয়েছিলেন । যে জায়গায় তাদের হত্যা করা হয় সেটি বধ্যভূমি হিসেবে স্বীকৃতি পেলেও শহীদ চা শ্রমিকদের নাম এতোদিন আড়ালেই ছিলো। অবশেষে ৪৯ বছর পর শহীদদের নাম সংরক্ষণ করা হলো।
[৩] ভাড়াউড়া বধ্যভুমিতে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে শহীদ হওয়া চা শ্রমিকদের নাম সম্বলিত মিনারের উন্মোচন করা হয়েছে। বুধবার মহান বিজয় দিবসে এ মিনার উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
[৪] উন্মোচিত হওয়া মিনারে পাকিস্থানীদের গুলিতে নিহত ৫০ ও গুলিতে আহত ৯জনের নাম উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ