শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক মাসে বিজিবি’র অভিযানে ২৩ কোটি ২৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে নভেম্বর মাসে বিজিবির অভিযানে ২৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার ৯৮ টাকার মাদকদ্রব্য, চোরাই পন্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ সব উদ্ধারের ঘটনায় ৩২ জনকে আটক এবং এক মাদক পাচারকারী নিহত হয়েছে। ৫৬টি মামলা দায়ের করা হয়েছে

[৩] মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ২বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সল হাসান খান।তিনি জানান,নভেম্বর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ৫শ' ৬৯ পিস ইয়াবা জব্দ করা হয়।ইয়াবার আনুমানিক মূল্য ২১ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৭শ' টাকা।

[৪] এই সব ইয়াবা,জব্দের ঘটনায় ৩৫ মামলায় ২৮ জনকে আটক এবং এসব উদ্ধারের ঘটনায় গুলাগুলিতে এক পাচারকারী নিহত হয়েছে। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ১লাখ ১১ হাজার ২শ'টাকার মূল্য মানের মিয়ানমারের ২৮৩ ক্যান বিয়ার, ৫০ বোতল ফেন্সিডিল ও৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

[৫] এসব জব্দের ঘটনায় চারটি মামলায় তিনজনকে আটক করা হয়। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ কোটি ১ লাখ ৩৫ হাজার ১৯৮ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। ১৬টি মামলায় ১ জনকে আটক এবং ২জনকে পলাতক আসামি করা হয়েছে।

[৬] তিনি আরো জানান, বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি একটি বন্দুক, ২রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। একটি মামলা দায়ের করা হয়।তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়