শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক মাসে বিজিবি’র অভিযানে ২৩ কোটি ২৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে নভেম্বর মাসে বিজিবির অভিযানে ২৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার ৯৮ টাকার মাদকদ্রব্য, চোরাই পন্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ সব উদ্ধারের ঘটনায় ৩২ জনকে আটক এবং এক মাদক পাচারকারী নিহত হয়েছে। ৫৬টি মামলা দায়ের করা হয়েছে

[৩] মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ২বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সল হাসান খান।তিনি জানান,নভেম্বর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ৫শ' ৬৯ পিস ইয়াবা জব্দ করা হয়।ইয়াবার আনুমানিক মূল্য ২১ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৭শ' টাকা।

[৪] এই সব ইয়াবা,জব্দের ঘটনায় ৩৫ মামলায় ২৮ জনকে আটক এবং এসব উদ্ধারের ঘটনায় গুলাগুলিতে এক পাচারকারী নিহত হয়েছে। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ১লাখ ১১ হাজার ২শ'টাকার মূল্য মানের মিয়ানমারের ২৮৩ ক্যান বিয়ার, ৫০ বোতল ফেন্সিডিল ও৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

[৫] এসব জব্দের ঘটনায় চারটি মামলায় তিনজনকে আটক করা হয়। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ কোটি ১ লাখ ৩৫ হাজার ১৯৮ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। ১৬টি মামলায় ১ জনকে আটক এবং ২জনকে পলাতক আসামি করা হয়েছে।

[৬] তিনি আরো জানান, বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি একটি বন্দুক, ২রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। একটি মামলা দায়ের করা হয়।তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়