তৌহিদুর রহমান: [২] রোববার (২৯নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর সড়কের উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল রশিদের ছেলে।
[৩] স্থানীয়রা জানান, অটোরিকশা করে রাজমিস্ত্রীর কাজে যাওয়ার বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাজমিস্ত্রী হেলাল। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হেলাল তার একটি মেয়ে ও ৬মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন।
[৪] সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রক্রিয়াধীন আছে।লিখিত অভিযোগের প্রাপ্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।