শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্দি শরণার্থী শিবির থেকে জিহাদী বধুদের অর্থের বিনিময়ে উদ্ধারের পরিকল্পনা করছে আইএস

আসিফুজ্জামান পৃথিল: [২] ইসলামিক স্টেট-আইএস এর একটি ছায়া তহবিল সংগ্রহ সেল ফেসবুকের মাধ্যমে এই উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু বানানো হয়ে পশ্চিমা বধুদের। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের আন্ডারকাভার প্রতিবেদকেরা তুরস্কে গিয়ে অনুসন্ধানের মাধ্যমে এসব তথ্য বের করেছেন।

[৩] শুরুতে লন্ডনে প্রতিবেদকের ক্যামেরায় এক কুরিয়ার ধরা পড়ে। সে ৪৫ হাজার পাউন্ড নিয়ে ইস্তাম্বুল যাচ্ছিলো। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। ট্যাবলয়েডটি জানিয়েছে, এই বিষয়ে তদন্তও শুরু করেছে ব্রিটিশ পুলিশ। সেই তদন্ত পরিচালিত হচ্ছে প্রতিবেদকের দেয়া তথ্যের ভিত্তিতে। পুলিশকে সহায়তার অংশ হিসেবে সব তথ্য প্রকাশও করেনি ট্যাবলয়েডটি।

[৪] সব মিলিয়ে সিরিয়ার শরণার্থী শিবিরগুলোতে আটকা পড়ে আছে আলোচিত ব্রিটিশ জঙ্গীবধু শামিমা বেগমসহ সাড়ে ১৩ হাজার বিদেশী নারী, যাদের যোদ্ধাদের স্ত্রী হিসেবে ব্যবহার করেছিলো আইএস। তবে কুর্দি নারীদের মতো তারা যৌনদাসী ছিলেন না। এরা স্বেচ্ছায় জঙ্গী পুরুষদের সেবার নিজেদের নিযুক্ত করেছিলেন।

[৫] যে ইন্সটাগ্রাম গ্রুপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার নাম কেজড পার্লস। এটি লন্ডন থেকে পরিচালিত হচ্ছে বলে ধারণা করছে ডেইলি মেইল। ট্যাবলয়েডটি জানায়, যেসব এলাকা থেকে এসব সার্কিট পরিচালিত হয় বলে মনে করা হয়েছিলো, সেখানে বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরাকে রীতিমতো সোনার খনির সঙ্গে তুলনা করছে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়