শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্দি শরণার্থী শিবির থেকে জিহাদী বধুদের অর্থের বিনিময়ে উদ্ধারের পরিকল্পনা করছে আইএস

আসিফুজ্জামান পৃথিল: [২] ইসলামিক স্টেট-আইএস এর একটি ছায়া তহবিল সংগ্রহ সেল ফেসবুকের মাধ্যমে এই উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু বানানো হয়ে পশ্চিমা বধুদের। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের আন্ডারকাভার প্রতিবেদকেরা তুরস্কে গিয়ে অনুসন্ধানের মাধ্যমে এসব তথ্য বের করেছেন।

[৩] শুরুতে লন্ডনে প্রতিবেদকের ক্যামেরায় এক কুরিয়ার ধরা পড়ে। সে ৪৫ হাজার পাউন্ড নিয়ে ইস্তাম্বুল যাচ্ছিলো। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। ট্যাবলয়েডটি জানিয়েছে, এই বিষয়ে তদন্তও শুরু করেছে ব্রিটিশ পুলিশ। সেই তদন্ত পরিচালিত হচ্ছে প্রতিবেদকের দেয়া তথ্যের ভিত্তিতে। পুলিশকে সহায়তার অংশ হিসেবে সব তথ্য প্রকাশও করেনি ট্যাবলয়েডটি।

[৪] সব মিলিয়ে সিরিয়ার শরণার্থী শিবিরগুলোতে আটকা পড়ে আছে আলোচিত ব্রিটিশ জঙ্গীবধু শামিমা বেগমসহ সাড়ে ১৩ হাজার বিদেশী নারী, যাদের যোদ্ধাদের স্ত্রী হিসেবে ব্যবহার করেছিলো আইএস। তবে কুর্দি নারীদের মতো তারা যৌনদাসী ছিলেন না। এরা স্বেচ্ছায় জঙ্গী পুরুষদের সেবার নিজেদের নিযুক্ত করেছিলেন।

[৫] যে ইন্সটাগ্রাম গ্রুপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার নাম কেজড পার্লস। এটি লন্ডন থেকে পরিচালিত হচ্ছে বলে ধারণা করছে ডেইলি মেইল। ট্যাবলয়েডটি জানায়, যেসব এলাকা থেকে এসব সার্কিট পরিচালিত হয় বলে মনে করা হয়েছিলো, সেখানে বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরাকে রীতিমতো সোনার খনির সঙ্গে তুলনা করছে তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়