বগুড়া প্রতিনিধি: [২] বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
[৩] উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণে তামাক বিরোধী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.আলমগীর কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন ডাঃ তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান।
[৪] সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সব জায়গায় ধূমপান করা যাবে না, সেই স্থানগুলি হলো পাবলিক প্লেস বা পাবলিক পরিবহন এবং যে সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হলো বিজ্ঞাপন নিষিদ্ধ, অটোমেডিক ভেন্ডিং মেশিন নিষিদ্ধ, অপ্রাপ্ত বয়স্কদের তামাক জাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, ধূমপানের এলাকা নো স্মোকিং সাইনে স্থাপন, সচিত্র স্বাস্থ্য সতর্ক বানী অমান্য করলে ৩-৬ মাসের জেল জরিমানা ও ৩শ-২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
[৫] উপজেলা তামাক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক রিসোর্স পার্সন ডা.তারকনাথ কুন্ডু বলেন, ধূমপান করলে হৃদযন্ত্রের সূক্ষণালী গুলো ক্ষতিগ্রস্ত হয়। মস্তিকে রক্ত ক্ষরনে সম্ভাবনা থাকে। ফুসফুসে ক্যান্সার সহ মানসিক ভাবে ভারসাম্যহীন হওয়ার সম্ভাবনা আছে। সম্পাদনা: জেরিন আহমেদ