শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-২০ কাপ, চূড়ান্ত হয়নি প্রাইজমানি

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুজিব শতবর্ষে আয়োজন করছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের অংশ গ্রহণে আগামি ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-২০ টুর্ণামেন্টটি।

[৩] তবে এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি-২০ কাপে প্রাইজমানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। বিসিবি আপাতত প্রাইজমানি নিয়ে চিন্তাও করছে না। চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানি ছাড়াই শেষ হতে পারে টুর্ণামেন্টটি। প্রেসিডেন্ট কাপে প্রতি ম্যাচে একাধিক আর্থিক পুরস্কার থাকলেও টি-২০ কাপে সেটি থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণও আছে। ক্রিকেট বোর্ড প্রত্যেক ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে।

[৫] চারটি গ্রেডে থাকা ক্রিকেটাররা ১৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৪ লাখ টাকা করে পাবেন পারিশ্রমিক। যার কারণে টি-২০ টুর্ণামেন্টটিতে ম্যাচে তেমন আর্থিক পুরস্কার রাখা হচ্ছে না। প্রতি ম্যাচে অন্যান্য পুরস্কার থাকবে। চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে আর্থিক পুরস্কার যোগ হবে।

[৬] বিসিবি সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর টুর্ণামেন্টটির উদ্বোধন করতে মিরপুরে আসবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। উদ্বোধনী ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। বোর্ড সভাপতি মিরপুরে আসার পর অন্যান্য বোর্ড পরিচালকরা প্রাইজমানির বিষয়টি তুলবেন। তখন সভাপতি চাইলে আর্থিক পুরস্কার ঘোষণা করবেন।

[৭] টুর্ণামেন্টটিকে প্রতিদ্বন্ধিতা মূলক করে তুলতে চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানি তাই যোগ হতে পারে।

[৮] চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানি নির্ধারণ না করলেও আয়োজকেরা প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডার, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানদের জন্য পুরস্কার রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়