নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুজিব শতবর্ষে আয়োজন করছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের অংশ গ্রহণে আগামি ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-২০ টুর্ণামেন্টটি।
[৩] তবে এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি-২০ কাপে প্রাইজমানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। বিসিবি আপাতত প্রাইজমানি নিয়ে চিন্তাও করছে না। চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানি ছাড়াই শেষ হতে পারে টুর্ণামেন্টটি। প্রেসিডেন্ট কাপে প্রতি ম্যাচে একাধিক আর্থিক পুরস্কার থাকলেও টি-২০ কাপে সেটি থাকার সম্ভাবনা ক্ষীণ। কারণও আছে। ক্রিকেট বোর্ড প্রত্যেক ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে।
[৫] চারটি গ্রেডে থাকা ক্রিকেটাররা ১৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৪ লাখ টাকা করে পাবেন পারিশ্রমিক। যার কারণে টি-২০ টুর্ণামেন্টটিতে ম্যাচে তেমন আর্থিক পুরস্কার রাখা হচ্ছে না। প্রতি ম্যাচে অন্যান্য পুরস্কার থাকবে। চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে আর্থিক পুরস্কার যোগ হবে।
[৬] বিসিবি সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর টুর্ণামেন্টটির উদ্বোধন করতে মিরপুরে আসবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। উদ্বোধনী ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। বোর্ড সভাপতি মিরপুরে আসার পর অন্যান্য বোর্ড পরিচালকরা প্রাইজমানির বিষয়টি তুলবেন। তখন সভাপতি চাইলে আর্থিক পুরস্কার ঘোষণা করবেন।
[৭] টুর্ণামেন্টটিকে প্রতিদ্বন্ধিতা মূলক করে তুলতে চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানি তাই যোগ হতে পারে।
[৮] চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানি নির্ধারণ না করলেও আয়োজকেরা প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডার, সেরা বোলার, সেরা ব্যাটসম্যানদের জন্য পুরস্কার রেখেছেন।